Shadhinota26

Shadhinota26


Description

মোবাইল অ্যাপসের মাধ্যমে জানুন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। স্বাধীনতার মাসে স্বাধীনতার চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘ইএটিএলঅ্যাপস’ নিয়ে এসেছে স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য “স্বাধীনতা ২৬” মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপটির উদ্যোক্তা হলো এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড( ইএটিএল)। স্বাধীনতা যুদ্ধের নানা ঘটনাবলীর উপর নির্মিত অ্যাপ্লিকেশন টির মাধ্যমে জানা যাবে সেক্টর কমান্ডারদের নামসহ অঞ্চল, দায়িত্ব, সদস্য ইত্যাদি, বীরশ্রেষ্ঠদের নাম ও তাদের সংক্ষিপ্ত জীবনী,কালপঞ্জি অনুসারে কখন কী ঘটেছিল যেমন ১৯৪৭, ৫২, ৫৪, ৬২, ৬৬, ৬৮, ৬৯, ৭০ ও ৭১। সেট করতে পারবেন নানা রকম ওয়ালপেপার। শুনতে পারবেন “এক সাগর রক্তের বিনিময়ে, এক নদী রক্ত পেরিয়ে, একটি ফুলকে বাঁচাবো বলে, জন্ম আমার ধন্য হলো, সব কটি জানালা খুলে দাও না” প্রভৃতি মুক্তির গানের অডিও লিরিক্স গুলি।ইউটিউব লিংকের মাধ্যমে দেখতে পারবেন মুক্তিযুদ্ধের দুর্লভ সব ভিডিও। এছাড়াও জানতে পারবেন বিখ্যাত লেখক-সাহিত্যিকদের মুক্তিযুদ্ধের উপর লিখিত বিভিন্ন ধরণের বইয়ের তালিকা।


priview
priview
priview